থাইল্যান্ড থেকে এমন একটা খবর উড়ে এলো, যেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ক্রিকেট বিশ্ব। আচমকা মারা গেলেন সর্বকালের সেরা লেগস্পিনার ও অস্ট্রেলিয়া কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওয়ার্ন। নিজ কক্ষে অবচেতন অবস্থায় পাওয়া গেলে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো গেল না ওয়ার্নকে। পরে থাইল্যান্ডের একটি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তার মৃত্যুর ঘোষণা দেন।
২৪ ঘণ্টাও হয়নি অস্ট্রেলিয়া কিংবদন্তি রড মার্শ মারা গেছেন। টুইটারে তার মৃত্যুর শোক প্রকাশ করেছিলেন ওয়ার্ন। ভাগ্যের নির্মম পরিহাস, কয়েক ঘণ্টা পর ওপারে চলে গেলেন তিনিও। দুই কিংবদন্তিকে হারিয়ে মানসিক বিপর্যয় নেমে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ায়। শোকের ছায়া ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে।
রড মার্শের মৃত্যুর শোক জানিয়ে টুইটারে ওয়ার্ন লিখেছিলেন, ‘রড মার্শ আর নেই। এটা আমার জন্য খুব কষ্টের। সে আমাদের কিংবদন্তি ছিল। তাকে দেখে তরুণ ছেলেমেয়েরা অনুপ্রাণিত হতো। শান্তিতে থেকো মার্শ।’ কয়েক ঘণ্টা পর উত্তরসূরির পথে হাঁটলেন ওয়ার্নও।
শুক্রবার ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে বলেছে, শেনকে (ওয়ার্ন) অচেতন অবস্থায় তার বাড়িতে পাওয়া যায়। হাসাপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো যায়নি তাকে। কঠিন এই সময়ে তার পরিবারের লোকজন গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯২ সালে অভিষেক হয় ওয়ার্নের। দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে খেলেছেন তিনি। তার উইকেট যথাক্রমে ২৯৩ ও ৭০৮টি। টেস্ট সংস্করণে যা লেগস্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকে