‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভোটাভুটিই বুঝিয়ে দিয়েছে, গোটা পৃথিবী আপনার বিপক্ষে পুতিন।’ শুক্রবার জেনেভায় এই মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভহেনিয়া ফিলিপেনকো।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাশিয়ার নিন্দা প্রস্তাবের ভোট পুতিনকে বুঝিয়ে দিয়েছে বিশ্বের সবাই তার বিপক্ষে।
তিনি আরও বলেন, ‘পরিষ্কার বার্তা, পুতিন আপনি বৈশ্বিকভাবেই একঘরে হয়ে পড়েছেন। গোটা পৃথিবী এখন আপনার বিপক্ষে।’