ওয়ানডের ফর্ম টি-টোয়েন্টিতেও জারি রাখলেন লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের প্রথম ম্যাচে খেললেন ৬০ রানের ইনিংস। তাতে বাংলাদেশ পেল ১৫৫ রানের পুঁজি। লিটন ছাড়া বাকিদের কেউ ত্রিশও ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে নিয়ে ওপেন করতে নামেন নাঈম শেখ। তবে ৫ বলে ২ রান করে ফজলহক ফারুকীর শিকার হয়ে নাঈম ফেরেন সাজঘরে। মুনিম চমৎকার শুরুর পর রশিদ খানের এলবির ফাঁদে পরে থামেন ব্যক্তিগত ১৭ রানে।
১৮ বলের ইনিংসে মেরেছেন ৩ বাউন্ডারি। চারে নামা সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। ৬ বলে ৫ রান করে পরিণত হন কায়েস আহমেদের শিকারে । ৪৭ রানে ৩ উইকেট খোয়ানো বাংলাদেশকে টানেন লিটন। অধিনায়ক রিয়াদের সঙ্গে ১৯ বলেই তুলে ফেলেছিলেন ৩৩ রান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলার প্রতিশ্রুতি দেয়া রিয়াদও বাউন্ডারির খাতা খুলেন ছক্কা হাঁকিয়ে। তবে ৭ বলে ১০ রান করে আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে আউট হয়ে যান রিয়াদ। আফিফ হোসেনকে নিয়ে শুরু হয় লিটনের নতুন লড়াই। পঞ্চম উইকেটে ৪৬ রান যোগ করেন দু’জন। তবে বল খেলেছেন ৩৮টি। ১৭তম ওভারের শেষ বলে আউট হন লিটন। ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস সাজান এ ডানহাতি। পরের ওভারে বিদায় নেন আফিফও। ২৪ বলে ২ বাউন্ডারিতে তার অবদান ২৫ রান। ইয়াসির আলী (৮) ও শেখ মেহেদী (৫) কাটা পড়েন রানআউটে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রানে থামে বাংলাদেশ। এর মধ্যে ১৬ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ফারুকী এবং ওমারজাই।