এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। শহীদ মিনার চত্বরে বাড়ি নির্মাণের এমন অভিযোগ সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরার বিরুদ্ধে । পরে স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ রেখেছেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তবে কাউন্সিলর ইয়াসমিন আরা দখলের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, জায়গাটি জনৈক একজনের কাছ থেকে কিনে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আগে টিনের বেড়া ছিল এখন শুধুমাত্র সেটি পাকা করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। একটি মহল শুরু থেকেই শহীদ মিনাটির বিরুদ্ধে অবস্থান নেন। শহীদ মিনারের পাশেই নির্মাণ করা হয় ডাস্টবিন।
সর্বশেষ গত রোববার স্থানীয় সংরক্ষিত ওই কাউন্সিলর শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে তারা নির্মাণ কাজ বন্ধ করেন। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক শামসুল বলেন,শহীদ মিনার চত্বরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়েছে। কমিটির বাধার পরিপ্রেক্ষিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, বিষয়টি শোনার পর স্থানীয় লোকজনসহ বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত ওই নারী কাউন্সিলর সেটি অপসারণ করবেন বলে আমাদের আস্বস্ত করেছেন। বিষয়টি পৌর পরিষদকেও জানানো হয়েছে বলে জানান তিনি।