ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
ষষ্ঠ দিন মঙ্গলবার ভোর হতেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ ও নিউ কাখোভকা শহরের মধ্যবর্তী খেরসনে নগরীতে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউক্রেনের রাষ্ট্রীয় যোগাযোগ এবং তথ্য সুরক্ষার সেবা বিভাগ টেলিগ্রামে প্রচার করে যে, রুশ বাহিনীর একটি বহর বিমানবন্দর থেকে নিকোলাভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে খেরসনে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি ইউক্রেন।
এদিকে, খেরসনের আঞ্চলিক প্রশাসনের ফেসবুক পেজে বলা হয়েছে, ইতোমধ্যে এই নগরী চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী। তবে এখনও দখলে নিতে পারেনি।
খেরসন সিটি মেয়র ইগর কোলিখায়েভ তার ফেসবুকে জানিয়েছেন, রুশ সেনারা নগরীর প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসিয়েছে। বলা যাচ্ছে, পরবর্তীতে কী হতে যাচ্ছে। সূত্র: বিবিসি