বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী ধর্ষণ ও হামলাকারীদের বিচারের দাবিতে আলোক মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোক মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে, বেলা ১০টায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, ১১টায় গোপালগঞ্জ জেলা পরিবারের মানববন্ধন, দুপুর ১২ টায় প্রতীকী ফাঁসি এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী প্রতীকী নাটক মঞ্চায়ন হয়।
উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে র্যাব। আটককৃতদের ফাঁসি ও হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।