খেলার মাঠে প্রতিপক্ষের লড়াই করতে হয়। সেই লড়াই কি শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে? অনেক সময় সেই লড়াইটা চলে নিজের সঙ্গেও। তেমনই একটি অসম লড়াই করে ভারতের রঞ্জি ট্রফিতে সবার নজর কাড়লেন ব্যাটার বিষ্ণু সোলাঙ্কি। তার লড়াইটা আসলেই হৃদয়বিদারক, আবার একজন ক্রিকেটারের মানসিক কাঠিন্য দেখলে প্রশংসাও দিতে হয়।
মাত্র কয়েকদিন আগের ঘটনা। নিজের সদ্যজাত কন্যাকে হারিয়েছেন বাবা বিষ্ণু সোলাঙ্কি। তার ও তার পরিবারের মনের ভেতর এই সময় কি ঝড় বয়ে চলেছে সেটা নিশ্চই বলে বা কিখে দেওয়ার বোঝানোর প্রয়োজন পরে না। এই ঘটনার পর তিনি যদি ক্রিকেট মাঠে না ফিরতেন তাহলেও কিছু বলার ছিল না। কিন্তু মন খারাপ ও সদ্যজাত কন্যাকে হারানোর যন্ত্রনা নিয়ে মাঠে ফিরলেন বিষ্ণু। ফিরে করলেন সেঞ্চুরি।
ভুবনেশ্বরে বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে দ্বিতীয় দিন বরোদার হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিষ্ণু। ভুবনেশ্বরে তার ১৬১ বলে ১০৩ রানের ইনিংসটা থেকে গেল যন্ত্রনার গাঁথা হয়ে। তার সেঞ্চুরির ওপর ভর করে ৫১৭ রান তোলে বরোদা। এর আগে, গত ১১ ফেব্রুয়ারি মেয়ের বাবা হন বিষ্ণু। ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় সদ্যোজাত মেয়েটি। সেই সময় ভুবনেশ্বরে দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যান তিনি। চোখের জলে নিজের সদ্যজাত শিশুকে শেষ বিদায় জানিয়ে তিন দিনের মধ্যে ফিরে এসে দলে যোগ দেন এই ক্রিকেটার।
ঘটনায় কিছুটা হলেও চমকে গিয়েছিলেন বিষ্ণুর বরোদা দলের ক্রিকেটাররা। ক্রিকেটার বিষ্ণুর থেকেও বাবা বিষ্ণুর পাশা থাকা অনেক বেশি প্রয়োজন ছিল সতীর্থদের। সেটা করেছেন বরোদার ক্রিকেটাররা। এরপর ব্যাট হাতে মাঠে নামেন বিষ্ণু। আর ঝকঝকে একটা সেঞ্চুরি উত্সর্গ করলেন নিজের হারানো মেয়েকে।
চন্ডীগরের বিষ্ণুর এই ইনিংস দেখে কিছুটা হলেও হতবাক বরোদা দলের ক্রিকেটার। বরোদার কিপার শেল্ডন জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষ্ণুর প্রশংসা করে লেখেন, অসাধারণ ক্রিকেটা। আমার জানা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণুকে স্যালুট জানাই, তার পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও সেঞ্চুরি করো তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।
বরোদা ক্রিকেট সংস্থার প্রধান শিশির হত্তাঙ্গাদি শুভেচ্ছা জানিয়েছেন বিষ্ণুকে। তিনি টুইট করে লেখেন, কয়েক দিন আগে নিজের সদ্যোজাত মেয়েকে হারানো এক ক্রিকেটারের গল্প। মেয়ের শেষকৃত্য করে রঞ্জি খেলার জন্য বরোদা দলে যোগ দেয় সে। এখন সেঞ্চুরি করল। খুব বেশি প্রশংসা নাই পেতে পারে, কিন্তু আমার কাছে বিষ্ণু সত্যিকারের নায়ক, একজন অনুপ্রেরণা।