ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এদিকে, গত দুই দিনে রাজধানী কিয়েভ শহরে পৌঁছে গেছে রুশ সেনারা। সেখানে তারা ইউক্রেনীয় সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী শহর কিয়েভ সফলতা অর্জনের চেষ্টায় কয়েক দিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। তবে সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। সূত্র: বিবিসি