এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা পীর সাহেবের বাজার হতে সুকুমারের মটর পর্যন্ত ৯৩ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪/ফেব্রুয়ারি) দুপুরে পীর সাহেবের হাটে কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও দুযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুযোর্গ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তরণী কান্ত রায়ের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,থানা ভারপ্রাপ্ত কর্মকতার্(ওসি) সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আবুল কালাম মিয়াজী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বধিকারী মশিয়ার রহমান, ছফিয়ার রহমান প্রমূখ।