বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী গণধর্ষণের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর জেলা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছে
এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অনেকেই আহত হয়েছেন।
জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলন রত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলেন।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা ঘটে যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
উল্লেখ্য গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই বন্ধুকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।