ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২রা মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা চারুকলা বিভাগে আবেদন করেছে শুধুমাত্র তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২রা মার্চ) বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলাভবনে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা চারুকলা বিভাগে আবেদন করেছে তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদেরকে অঙ্কনের কাগজ সরবরাহ করা হবে, তবে তাদের পেন্সিল, রাবার ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদেরকে অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘Acknowledgement Slip’ সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।