সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেলিভিশন ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন করে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে নিজের মন্তব্য দেন।
বুধবার রাতে অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানে ফোন করে ট্রাম্প মত প্রকাশ করে বলেন, “তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে রাশিয়ার এই সামরিক অভিযান হতো না।”
তিনি বলেন, “আমার মনে হয় তিনি (পুতিন) কিছু একটা করে দরকষাকষি করতে চেয়েছিলেন। তারপর এটা শুধু খারাপের দিকে গেছে এবং শেষপর্যন্ত তিনি দুর্বলতাটা (আমেরিকার) দেখতে পেয়েছেন।”
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে যে ‘দুর্বলতা’ দেখা দিয়েছে, সেটিও এই রুশ হামলার জন্য আংশিক দায়ী বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি