নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচার গাঁও ইউনিয়নের সিংদই গ্ৰামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম দীর্ঘ দিনের ধরে একটি সেচ চালিয়ে আসছে যাহার হিসাব নং ৮৪৩/১৯৯৬ এই সেচ বন্ধ করে দেয়া পায়তারা করছে একটি মহল যেখানে সেচ বসানোর একটি নীতিমালা থাকলেও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আরেকটি সেচের অনুমোদন নিয়ে যায় একটি শক্তিশালী মহল যাহার ক্রমিক নং ৫৮ অনুমোদনের তারিখ ২৮/০১/২০২২ ইং উক্ত সেচটি চালু হলে দীর্ঘ দিন ধরে চলতি সেচ বন্ধ হয়ে যাবে ।
জানাজায় একই গ্রামের আবুল কাশেমের পুত্র কামরুজ্জামান তাহার নামে নতুন আবেদনটি অনুমোদন পেয়েছেন। কামরুজ্জামান এর পিতা আবুল কাশেম পূর্বে একটি আবেদন করেছিলেন তার বিরুদ্ধে রফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেওয়ার কারণে আবেদনটি বাতিল হয়ে যায় পরবর্তীতে সুকৌশলে তাহার ছেলে কামরুজ্জামান এর নামে নতুন আবেদন করে অনুমোদন নেয় যাহা তদন্ত করলে শতভাগ প্রমাণ পাওয়া যাবে এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে ২২/০২/ ২২ তারিখে ডেপুটি জেনারেল ম্যানেজার নান্দাইল পল্লীবিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস নান্দাইল, ময়মনসিংহ চেয়ারম্যান মহোদয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ঢাকা, জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মুকশেদপুর কিশোরগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার নান্দাইল ময়মনসিংহ উর্দ্ধতন উপ সরকারি প্রকৌশলী বিএডিসি নান্দাইল ইউনিট বরাবরে নতুন সংযোগটি বন্ধ করার জন্য আবেদন করেছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।