১. ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল, ডোনেটস্ক এবং লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
২. তিনি বলেছেন, ওই দুটি এলাকায় তিনি রুশ সেনা পাঠাতে পারেন। তার এই ঘোষণায় আশঙ্কা তৈরি হয়েছে যে, এর মাধ্যমে ইউক্রেনে রুশ দখল অভিযান শুরু হতে পারে।
৩. ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনেটস্ক এবং লুহানস্কে রাশিয়ান সৈন্যরা ‘শান্তি রক্ষায়’কাজ করবে। তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি একে ‘ফালতু কথা’ বলে নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশ্বাস, পুতিন আক্রমণের জন্য তৈরি হচ্ছেন।
৪. ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর নিউইয়র্কে জরুরি অধিবেশনে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে একাধিক রাষ্ট্র শান্তি বজায় রাখা এবং যুদ্ধ এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
৫. রাশিয়ার এই ঘোষণার পর জরুরি বৈঠকে বসেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতরে জরুরি কোবরা কমিটি। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে রাশিয়ার ওপর বড় ধরনের একাধিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে।
৬. যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
৭. ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তারা ভীত নয় এবং কারও কাছে হার মানবেন না।
৮. রাশিয়া-ইউক্রেন সংকটে তেলের সরবরাহে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ৯৮ ডলার ছুঁয়েছে।
৯. ইউক্রেনের দূতাবাসগুলো থেকে নিজেদের কর্মীদের অন্যান্য দেশে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সূত্র: বিবিসি