শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নান্দাইলে ফাঁসিতে ঝুঁলে মুক্তা আক্তার(১৫) নামের এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে। সোমবার (২১ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা একই গ্রামের মো.মন্জুরুল ইসলাম ভূঁইয়ার কন্যা। সে স্থানীয় মাসুদ পারভেজ স্কুলের
১০ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়ঃ মুক্তা আক্তার কানুরামপুর নিজ বাসায় গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করে। নান্দাইল মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারনে আত্নহত্যা করেছে তা জানা যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মেয়েটি আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।