মোঃ রাসেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না (BSUC) এর উদ্দ্যোগে ভার্চুয়াল আলোচনা ও ৫২ এর ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি-২০২২ বেইজিং সময় রাত ৮ টা ৩০মিনিটে উক্ত ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না (BSUC) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহঃ সভাপতি ও পিএইচডি গবেষক শিরিন আক্তার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহঃ সভাপতি ও চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার ড. মোঃ ফররুখ উদ্দীন পিয়াস।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না ( BSUC) এর সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন ও মোঃ আকতারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম,মোঃ মেহেদী হাসান মুন্না সহ আরো অনেকে।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ ৫২ এর ভাষা আন্দোলনে যে সকল বীর বাঙালিরা তাদের আত্নত্যাগের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের এই আত্নত্যাগকে গভীরভাবে স্মরণ করা হয় এবং ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান,ছড়া ও কবিতা আবৃত্তি করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment