রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২১ ফেব্রয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সদস্যরা। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া, আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান,বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি তারাজুল ইসলাম, সেক্রেটারি আরিফ শেখ, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রহিদুল ইসলাম। এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment