প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে তরুণ অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। ছবির একটি গানের জন্য সেট সাজাতে খরচ হয়েছে তিন লাখ টাকা। অভিনেতা জয় চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য এ অর্থ ব্যয় করা হয়েছে।
জয় চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘অনেকদিন ধরে ঝর্ণা শুটিং স্পট খালি পড়ে ছিল। সেটি সংস্কারের মাধ্যমে শুটিং উপযোগী করে আমরা দৃশ্যধারণ করেছি। এর জন্য ব্যয় করতে হয়েছে তিন লাখ টাকার বেশি। ’
জানা গেছে এই ছবিতে ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেই গানের দৃশ্যায়ণের জন্যই এতো আয়োজন। এই সেট বানিয়েছেন ফরিদ হোসেন। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদ।
আগামী ঈদে মুক্তি পেতে পারে সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’। ছবিটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।