এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে কবিতা রানী (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০/ফেব্রুয়ারি) সকালে সোনারায় ইউনিয়নের জয়চন্ডি বানিয়া পাড়া এলাকায় রেললাইনের পাশে একটি গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা রানী সদরের শখের বাজার এলাকার সনাতন রায়ের স্ত্রী।এবং উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের এক আত্মীয় বলেন, তিনি শনিবার সকালে ইপিজেডের উদ্দেশ্যে বের হন। রাতে বাড়িতে না ফিরলে আমরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইনি। রবিবার সকালে তার মরদেহের খবর পাই।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।