মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে খাল থেকে নুর ইসলাম (৬২) নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কানতারা ত্রিমোহনী নামক স্থানে সড়কের পার্শ্বে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুর ইসলাম কানতারা ভোলাপাড়া গ্রামের মৃত আসাদের ছেলে। তিনি পার্শ্ববর্তী নামুজা বন্দরে নৈশ প্রহরীর কাজ করতেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে নামুজা বন্দরে ডিউটিতে যান। রাত ৩ টার পর থেকে তিনি নিখোঁজ হন। সকালে গ্রামের লোকজন বাড়ির কাছাকাছি সড়কের পার্শ্বে খালে নুর ইসলামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের পরিবারের অভিযোগ গত ১৪ ফেব্রুয়ারি রাতে নামুজা বন্দরে রফিকুল ইসলামের মোবাইল ফোনের দোকানে চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক নৈশ প্রহরী নুর ইসলামকে জড়িত সন্দেহ করে আসছিল।
চুরির ঘটনায় রফিকুল ইসলাম বগুড়া সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মন্তাজ আলী বলেন চুরির ঘটনায় ইতিমধ্যে ফজলুল বারী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) দীপক কুমার দাস বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment