আবদুল হান্নান, ভোলা:
ভোলা সদর চরনোয়াবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ভোলা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-মোঃ সাব্বির হোসেন(২৪) ও মোঃ সাকিল(২৩)। দুইজনেই কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
রবিবার (২০ফেব্রুয়ারি)ভোলা সদর থানার এস আই (নি:) মোঃ শাহানুর, এটিএসআই নিল রতন, সঙ্গীয় অফিসার ফোর্সের অভিযানে চরনোয়াবাদ মোল্লাপট্টি মোল্লা ব্রীজের দক্ষিন মাথা হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
ভোলা সদর থানা পুলিশ জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।