রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর সাথে দফায় দফায় ইউক্রেন সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। সংঘর্ষের তৃতীয় দিনে বিদ্রোহীদের হামলায় দুই ইউক্রেন সেনার প্রাণ গেছে। তবু্ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার উস্কানির কোনো জবাব দেবে না কিয়েভ।’
তবে বিশ্ব নেতাদের উদ্দেশে জেলেনস্কির সাফ কথা, রুশ আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় তারা সব ব্যবস্থাই নেবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সুর মিলিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীও বলেছেন, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর সেকারণেই নানা রকমের মিথ্যা অজুহাত তৈরি করছে মস্কো।
সবশেষ মার্কিন দাবি মতে, ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশের এক লাখ ৬৯ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সেনা অবস্থান করছে। যদিও রাশিয়া বার বার বলে আসছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই। এটা নিয়মিত মহড়ারই অংশ।