আইসিসি প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পারসেন্টেজ অব পয়েন্টের হিসেবে শীর্ষস্থানে রয়েছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে লঙ্কানরা এবং দুইটিতেই জিতেছে তারা।
ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকেই রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে শ্রীলঙ্কা। মার্চের শুরুতেই ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে দুইটি টেস্ট খেলবে লঙ্কানরা। গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ ভারত বর্তমানে রয়েছে ক্রমতালিকার পাঁচ নম্বরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত বছর কিউয়িদের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই হারের ঘা কিন্তু এখনও শুকোয়নি। তবে অতীত ভেবে বর্তমানকে সঙ্কটে ফেরার কোনও মানে হয় না। তাই এগিয়ে চলেছে ভারতীয় দলও।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) আইসিসির তরফ থেকে প্রকাশিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলের হিসাবে ৫ নম্বরে থাকা ভারত এখন পর্যন্ত তিনটি সিরিজ খেলেছে। যার মধ্যে মোট চারটি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। এবং তিনটি ম্যাচে হেরেছে ও দুইটি ম্যাচ ড্র হয়েছে। ফলে মোট ৫৩ পয়েন্ট পেয়েছে ভারত।
কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ঠিক হয় পিসিটি (পয়েন্ট শতাংশ) এর ওপর ভিত্তি করে। সেক্ষেত্রে মোট পয়েন্টের কত শতাংশ পাচ্ছে এক একটি দল তার হিসাবে তৈরি হয়ে থাকে ক্রমতালিকা। তাই ভারতের পিটিসি হল ৪৯.০৭। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শ্রীলঙ্কাড় পিটিসি ১০০।
দুই থেকে চার নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পিটিসি হল ৮৬.৬৬। তিন নম্বরে থাকা পাকিস্তানের পিটিসি ৭৫। কিছুদিন আগেই প্রোটিয়াদের দেশে ২-১ সিরিজ হেরে এসেছে ভারত। তাই চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পিটিসি ৫০।
পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে ইংল্যান্ড। অ্যাসেজে ৪-০ ব্যবধানে হারার পর তাদের পিটিসি মাত্র ৯.২৫। গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড রয়েছে ৬ নম্বরে। তাদের পিটিসি ৪৬.৬৬। ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বর ও আট নম্বরে রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।