মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ
গৌরব, ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুর সরকারি কলেজ শাখার ইয়ার ও আংশিক বিভাগীয় কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুরোধ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন অনিক।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হাওলাদার, মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজান), সাধারণ সম্পাদক মোঃ ফরিদ সরদার, সহ-সভাপতি আকাশ কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদ মোল্লা, সহ-সভাপতি জনি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নিরব মুন্সি, সমাজসেবা সম্পাদক মাসুদ হাসান মাসুদ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অন্যান্যরা।