মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে অনলাইন গণমাধ্যম “ঢাকা পোস্ট” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার (ফেব্রুয়ারি-১৬) সকালে জেলার এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে আলোচনাসভা ও কেক কাটাসহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাফিজুর রহমান যাচ্চু খান ( নানা)।
উক্ত অনুষ্ঠানের সভাপতি মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফুয়াদ মানবিক কাজে অবদান রাখার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা স্বারক তুলে দেন। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা।
এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের মাদারীপুর প্রতিনিধি শাহজাহান খান, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি প্রতিনিধি সাগর হোসেন তামিম, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মঞ্জুর হোসেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অজয় কুন্ড।
এসময় বক্তারা বলেন, নতুন উদ্যমে, নতুন পরিস্থিতি মোকাবিলা করে সর্বশেষ সত্য তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে দেশ ও জনগণের কাছে, এই প্রত্যাশা রেখে “ঢাকা পোষ্ট”এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক জনবানী পত্রিকার মোঃ আজগর, দৈনিক মানবজমিন পত্রিকার মোঃ লিমন, দৈনিক পরিবর্তন সংবাদ ও দ্যা মেইল বিডি পত্রিকার মোঃ রোমান ও জেলার ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্বেচ্ছাসেবক সংগঠন এর সদস্য বৃন্দ।