স্টাফ রিপোর্টারঃ জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার শপথ গ্রহণ করেছেন।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাজল চন্দ্র তালুকদার সহ সাচনাবাজার, বেহেলী, ভীমখালি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করতে হবে। উন্নয়নের সুষম বণ্টন করতে হবে। ন্যায় বিচার নিশ্চিতে সবাই কে এগিয়ে আসতে হবে।
কাজল চন্দ্র তালুকদার বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজ কে অগ্রাধিকার দিয়ে কাজের সূচনা করা হবে। জন্মনিবন্ধনের ভোগান্তি থেকে কিভাবে মানুষ কে স্বস্তি দেওয়া যায় সে বিষয়ে খেয়াল রাখবো। ইউনিয়নের শিক্ষার মান বাড়াতে কাজ করবো। রাস্তাঘাট ও সুপেয় পানির ব্যবস্থা করবো।