বগুড়া প্রতিনিধিঃ
স্বামীর নির্যাতনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাইমা আকতার। তবে ফাইমার স্বামীর দাবি- চড়-থাপ্পড় দেয়ায় তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ফাইমা আকতার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফাইমা আকতার অভিযোগ করেন, কারণে-অকারণে তার স্বামী শাহ কামাল তাকে মারধর করেন। এ নিয়ে একাধিকবার পুলিশে অভিযোগ করেন তিনি। সর্বশেষ শনিবার রাত ১২টার দিকে তাকে আবারও মারধর করে তার স্বামী। এতে তিনি গুরুতর আহত হন। পরে রোববার তিনি হাসপাতালে ভর্তি হন।
ফাইমার স্বামী শাহ কামাল বলেন, আমি প্রথম স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলি। এর জেরে স্ত্রী ফাইমা আকতার তার ওপর চড়াও হন। এসময় শাহ কামালের (ফাইমা আকতারের স্বামী) মা এগিয়ে আসলে ফাইমা আকতার শ্বাশুড়ির চুলের মুঠি ধরে মারধর করে। তখন আমি স্ত্রী ফাইমাকে চড়-থাপ্পড় দেই। এরপর ফাইমা বাড়ির দোতলায় ওঠে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রোববার সকালে সবার অগোচরে সে বাসা থেকে বেরিয়ে যায়।
তিনি আরও বলেন, দ্বিতীয় স্ত্রী ফাইমা আকতারের অত্যাচারে আমি অতিষ্ঠ। জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডি করেছি। স্ত্রীও আমার নামে থানায় অভিযোগ করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, শনিবার রাতের ঘটনায় থানায় কোনোপক্ষই অভিযোগ করেনি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment