৭ম ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে সোমবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে একটি কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে বৈকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়। এসময় শালাইপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৩ টায় সদস্য প্রার্থীর ব্যালটে সিল মারাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ইউনিয়নে মোট ভোটার ২৩৫৭৪ চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, পুরুষ সদস্য ৩৯ জন প্রতিদন্দ্রীতা করছেন।
৯টি কেন্দ্রে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্টেট সহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উলেখ্ যে,৭ তম ধাপে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ও কুসুম্বা ইউ পি নিবাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আওলাই ইউনিয়নে মামলা জটিলতা আদালতের নির্দেশে গত ০৬ ফেব্রুয়ারী নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এবিষয়ে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্টেট রিফাতুল ইসলাম বলেন, ইউনিয়নে সুষ্ট পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রে একটু ঝামেলা হয়েছিল সেটি স্বাভাবিক হয়েছে।