সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের মামুন খান বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের নৌকা প্রতীকের জবরুল ইসলাম।
অবশেষে শনিবার বহুল আলোচিত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্থগিত হওয়া মোল্লারগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১৯ বছর পর এখানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোল্লারগাঁও ইউনিয়নের নির্বাচন গত সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের এক আদেশে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আজ ৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণভাবে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ১৫,২৫৯ টি ভোটারের মধ্যে ৮,৮৯৬ টি ভোট কাষ্ট হয়।
এতে টেলিফোন মার্কা ১৩, আনারস ৩, চশমা ১৬, ঘোড়া ৮৯৬, নৌকা ৪,০৮০, এবং মোটার সাইকেল মার্কা ৪,৮১৬টি ভোট পেয়ে মোটরসাইকেল মার্কা বেসরকারি ভাবে জয়লাভ করেন।
সরেজমিন ইউনিয়নের ৯ টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়,ভোটারদের উপস্থিতি ছিল স্বত:স্ফুর্ত।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচনী কোন সহিংসতা ঘটে নি।এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ ছিলেন যথেষ্ট তৎপর।
সন্ধ্যা সাতটায় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তানজিদা আফরিন ছন্দা মামুন খানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।