মোঃ মহিবুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরিশাল নগরীর রূপাতলীতে রেডিও সেন্টারের পিছনে পরিত্যক্ত টয়লেটের উপর থেকে শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর রুপাতলি রেডিও সেন্টারের পেছনে একটি পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যাকান্ডের শিকার ওই শিশুটি রূপাতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯) স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে ইয়াসিনকে।
প্রতিবেশী যুবক ইমরানের সঙ্গে ইয়াসিনকে সর্বশেষ কথা বলতে দেখেন পরিবারের সদস্যরা। ইয়াসিনের বাবা বলেন, ‘আমার ছেলে হত্যার বিচার চাই।’
ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি।
কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে বিস্তারিত অনুসন্ধান করছি। এর সঙ্গে যারা জড়িত আছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহত ইয়াসিন বরগুনার দাখিল মাদ্রাসার ছাত্র।