টাঙ্গাইল প্রতিনিধিঃ গতকাল মধ্য রাতে ৪২ কেজি গাঁজা, ১ টি প্রাইভেট কার সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার ৪ ফেব্রুয়ারী রাত ১১.৪৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন জানতে পারেন যে, কুমিল্লা জেলা হতে একটি মাদকের চালান টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকের চালানটিকে আটক করার জন্য টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকায় ঢাকা টু টাঙ্গাইল গামী মহাসড়কে কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল অবস্থান করেন। কিন্তু উক্ত মাদকের চালানটি র্যাবের চোখ ফাঁকি দিয়ে চলে যায়।
বিষয়টি টের পেয়ে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের আভিযানিক দলটি উক্ত মাদকের চালানটির পিছু নেয়। পিছু ধাওয়া করতে করতে একপর্যায়ে শনিবার ৫ ফেব্রুয়ারী রাত ১.৩০ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন পশ্চিম মানিকপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫২) পিতা- মৃত- সইমুদ্দিন এর বসত বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক সহ তাদের গ্রেফতার করেছে র্যাব।
এসময় সালমানপুর গ্রামের মো. শফিকুলের ছেলে গাঁজা ব্যবসায়ী মোঃ ফারুক (২৫) ও কুমিল্লা পাল পাড়ার মো. শফিকের ছেলে মোঃ সেলিম (২৬) কে ৪২ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা) , ১টি প্রাইভেটকার, ৩ টি মোবাইল, ৩ টি সিম কার্ড এবং নগদ ২ হাজার টাকা সহ হাতেনাতে আটক করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে তাদের উদ্ধারকৃত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা র্যাবকে জানায়, গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের নিকট বহুদিন ধরে প্রাইভেটকার যোগে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।