ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। আগামী ০৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে এসব ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, তৃতীয় মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৭৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৮৫ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। আগামী ০৬ ফেব্রুয়ারি সশরীরে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। এবং এই তালিকায় স্থানপ্রাপ্তদের ৭ই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।
উল্লেখ্য, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শেষ হয় গত ১১ই জানুয়ারি। পরে ১৯শে জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। এই তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫শে জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০জন। খালি রয়েছে ১৪৭৫টি আসন। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।