ফরহাদ খোন্দকার, ফেনী:
ফুলগাজীতে অদ্য ০২ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় মধ্যম মনতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ০৪ কেজি গাঁজা ০৪ টি বিদেশী মদের বোতল সহ ০৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। হাসান (২০) পিতা – জালাল উদ্দীন। সাং – উত্তর মনতলা। রিয়াজ (২১) পিতা – আবদুল হামিদ সাং – উত্তর নিলক্ষী। এমাম হোসেন (২৪) পিতা – আলম সাং – জয়পুর ০৭ নং ওয়ার্ড, থানা – ফুলগাজী জেলা ফেনী । এই সংক্রান্তে ফুলগাজী থানায় মামলা রুজু করা হয়।