শিল্পী সমিতির নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেওয়ার বিতর্কে জড়ানোয় খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা মুনমুন। দুই প্যানেলের মারামারিতে তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ভোটের দিন জায়েদ খানের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মুনমুন বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা আয় করে দিয়েছি। আমি নিজেকে দুই টাকার অভিনেত্রী মনে করি না। আর নির্বাচনের দিন নাকি জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে তাকে ভোট দিয়ে এসেছি! খুবই কষ্ট পেয়েছি এমন মিথ্যাচারে।’
কেন তাকে নিয়ে এমন মিথ্যাচার করা হল সাংবাদিকদের এমন প্রশ্নে এ নায়িকা বলেন, ‘আমার নামেই এক সময় ছবি তৈরি হতো। প্রধান চরিত্র আমিই ছিলাম। চলচ্চিত্রের আয়-উন্নয়নে আমার ভূমিকা আছে এবং আমি তা বলার অধিকার রাখি। আর এখন আমরা নেই। এফডিসি এক কোটি টাকা আয় করতে পারে কি না সন্দেহ আছে। সেই আয় আর নেই। এ কারণেই গদির ওপর এখন সবার নজর। অভিনয়ে নয়, এফডিসির গদির জন্য মরিয়া অভিনেতারা। অভিনয় করে তো আর অভিনেতারা টাকা আয় করতে পারছেন না, তাই গদি নিয়ে মারামারি-কাড়াকাড়ি করছে। হয়তো হিংসা করেই এমন কুৎসা রটাচ্ছেন।’
প্রসঙ্গত, ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণের।
এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা রাখছেন মুনমুন।
এ সম্পর্কে মুনমুন জানিয়েছেন, টাকা নয় ভ্যানিটিব্যাগে মাস্ক রেখেছিলেন তিনি।