তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান এর জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৩১ শে জানুয়ারী) সন্ধায় ৭ টায় প্রেসক্লাব চত্ত্বর শেখ হাবিবুর রহমান এর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল, গ্লোবাল টিভির রংপুর ব্যুরো প্রধান আতিক বাবু, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন মিয়া, দপ্তর সম্পাদক আপেল মাহমুদ, অর্থ সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আতোয়ার রহমান রানা, নির্বাহী সদস্য কাওছার আহম্মেদ কনক, ওমর ফারুক রনি, মোঃ সাকিবুল হাসান সৌরভ, মোঃ রনি মিয়া, মোঃ রিফাতুন্নবী রিফাত, মোঃ হারুনুর রশিদ মিঠু প্রমুখ । সকলকে সাথে নিয়ে ৫২ তম জন্মদিনের কেক কাটেন সাংবাদিক শেখ হাবিবুর রহমান। এর আগে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দু। রাতে গাইবান্ধা সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে আবারও কেক কেটে জন্মদিন পালন করা হয়। রাত ৮টায় গাইবান্ধা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য সচিব ও ৭১ টিভির গাইবান্ধা প্রতিনিধি শামীম আল সাম্য এর নেতৃত্বে আসা একদল সাংবাদিক প্রথমে ফুলের তোরা দিয়ে সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় গাইবান্ধা সাংবাদিক কল্যাণ পরিষদের অন্যতম সদস্য ও বৈশাখী টিভির গাইবান্ধা প্রতিনিধি এস,এম বিপ্লব, সাংবাদিক কল্যাণ পরিষদের নেতা ও আনন্দ টিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ মিলন খন্দকার, সাপ্তাহিক গণমানুষের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহীন মিয়া, কেটিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ সুমন মন্ডলসহ গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment