কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে তিনি নিজেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
জাস্টিন ট্রুডো তার টুইট বার্তায় বলেন, ‘সোমবার সকালে আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে অনেকটা ভালো অনুভব করছি। স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহের সকল কাজ চালিয়ে যাব।’
এসময় তিনি সবাইকে করোনা টিকাসহ বুস্টার ডোজ নেয়ারও আহ্বান জানান। তবে, করোনার উপসর্গ দেখা দেয়ায় বেশ কয়েকদিন থেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সপরিবারে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও, প্রধানমন্ত্রী অফিসের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডোর এক সন্তানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ে কিছুদিন ধরেই অস্থিরতা চলছে দেশটির বেশ কয়েকটি শহরে। কানাডা সরকারের আরোপিত স্বাস্থ্যবিধির বিরুদ্ধে অটোয়াতে বিক্ষোভও করে স্থানীয়রা। তখন থেকেই সপরিবারে অজ্ঞাত স্থানে চলে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।