মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন হরভজন সিং। হরভজন বলেছেন, ধোনির সঙ্গে তার কোনও বিরোধ বা কোনও অভিযোগ নেই। ধোনি তার ভাল বন্ধু।
৪১ বছর বয়সি হরভজন গত বছরের ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে এই অফ স্পিনার মনে করেন তিনি বিসিসিআই’র সমর্থন পাননি। সেই কারণেই তাকে অনেক আগে থেমে যেতে হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে তার কি কোনও অভিযোগ আছে?
হরভজন সিং বলেন, আমি তো ধোনিকে বিয়ে করিনি। ধোনির বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। বরং এত বছর ধরে আমরা দুইজনই ভাল বন্ধু। বিসিসিআই’র কাছে আমার অভিযোগ আছে। যাকে আমি সেই সময়ের সরকার বলি। সেই সময়ের নির্বাচকরা তাদের কাজের প্রতি সুবিচার করেননি।
হরভজন আরও যোগ করেন, যখন দলে অভিজ্ঞ ক্রিকেটাররা ভাল পারফর্ম করছে, তখন দলে নতুন কাউকে আনার কী দরকার ছিল? একবার আমি নির্বাচকদের কাছে সেটা নিয়ে বিরোধিতা করেছিলাম এবং আমি উত্তর পেয়েছিলাম যে এটা আমাদের হাতে নয়। উত্তরে আমি তাদের বলেছিলাম তাহলে আপনি আবার কিসের নির্বাচক।