বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে প্রভাব খাটিয়ে জয়ী হওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বার জয়ী হয়েছেন জায়েদ। তার মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘অন্তর জ্বালা’। এরপর আর তার কোনো ছবি মুক্তি পায়নি। শিল্প সমিতি নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।
নায়ক হিসেবে জায়েদ খানের প্রশ্ন নেই এমন কথাও প্রচলিত আছে। এ বিষয়ে জায়েদ বলেছেন, ‘এ রকম কথা মানুষের বানানো। ভক্ত নেই এটি কোনো শব্দ হতে পারে? তাহলে এতগুলো ছবি করলাম কীভাবে, মানুষ আমার এতগুলো ছবি দেখে কীভাবে, মানুষ কীভাবে আমার সঙ্গে এত ছবি তোলে, কীভাবে এই ১০-১২ বছরের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছি।’
জায়েদ খান আরও জানান, ‘ভক্ত না থাকলে এত বছর তো আমাকে কেউ ছবিতে নিত না। সব শিল্পী আমার পাশে আছেন। আমি টানা তিনবার নির্বাচনে জিতেছি। ভক্ত না থাকলে শিল্পীরা কেউ পাশে থাকতেন?’