ইবি প্রতিনিধি-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে মৌন প্রতিবাদ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইনজামুল হক। বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালের পাদদেশে দাঁড়িয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। এসময় তার সাথে একই বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মো. বাশার সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে তারা ‘আমার মুজিব তো এমন শিক্ষক চান নি!’ ‘শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’ ‘ছাত্রদের জীবনের চেয়ে কি পদ বড়’ ‘শিক্ষকের কাছে আত্মসম্মানের চেয়ে কি পদবী বড়’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শাবি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
এসময় শিক্ষক ইনজামুল হক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শাবি ভিসি যে অত্যাচার করছেন, সে কারণে একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত। শিক্ষকদের সম্মানার্থে শাবি ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি।