মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ জয়পুরহাটের সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে প্রত্যারক চক্রের ১২ মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার বিশ্বাসপাড়ার মৃত দীপেন কুন্ডুর পুত্র শ্রী নয়ন কুমার কুন্ডু (৩৩),মৃত নুর মোহাম্মদের পুত্র মিলন ফকির (৫০), সাহেবপাড়ার মৃত নুর মোহাম্মদ খানের পুত্র মোঃ আজম আলী (৫৬), চকশ্যাম গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের পুত্র মোঃ হযরত আলী (৬৫), শাহার উদ্দিনের পুত্র জহুরুল ইসলাম ওরফে জোহা (৪০) মৃত সামছুল আলমের পুত্র মোঃ নুরুল ইসলাম (৬৬), বুলুপাড়া গ্রামেরমৃত মহির উদ্দিনের পুত্র ফারুক হোসেন (৩৩), মৃত. জহুরুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম (৩৭), মাস্টারপাড়া এলাকার মৃত. আলাল আকন্দের,আঃ আজিজ (৩৩), তেঘরবিসা সাধকপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র মমিন ইসলাম (৩৭), তেঘরবিসা কুরুয়াপাড়ার হরিপদ পাহানের পুত্র পলাশ পাহান (২২), রাঘবপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র নজরুল ইসলাম (৩৪) । পরে আটক আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment