সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গতকাল সোমবার দুটি ব্যালেস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে আরব আমিরাত- এমন খবরের পরই হুথিরা হামলা বাড়ানোর ঘোষণা দিলো। খবর আল-জাজিরার।
জানা গেছে, দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে। আবু ধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা।
এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন। হামলার পর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, সুক্ষ্ণ নির্ভুলতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে। বিদ্রোহীদের এই মুখপাত্র আরও বলেছিলেন, পরবর্তীতে তারা আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছেন।