ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান। রবিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়। অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্বের জন্য তিনি নিয়মানুযায়ী সুবিধা পাবেন। এর আগে একই দিন অন্য এক অফিস আদেশে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে প্রদত্ত উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপত্রটি অকার্যকর ঘোষণা করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানকে ঐ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment