বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে সশরীর ক্লাস ও চলমান পরীক্ষা ছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রসাশন।
আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় বশেমুরবিপ্রবি প্রশাসন
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, আবাসিক হল সমূহ খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান থাকবে। চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এছাড়া নতুন করে কোন পরীক্ষা কার্যক্রম শুরু হবে না বলেও জানা গেছে। এ সিদ্ধান্ত আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।