ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধিঃ-
জায়লস্করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠি ও ইটের আঘাতে নুরুল আফসার নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কলর ইউনিয়নের শাহ আলম মাষ্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মা রোকেয়া তার ছেলে জাহেদ, জনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ওসি তদন্ত পার্থ দেব জানান, ময়লা ফেলা কে কেন্দ্র করে শুক্রবার দুপুরের তাদের মধ্যে তর্ক হয়। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নুরুল আফসারের বুকে ইট দিয়ে আঘাত করে জাহেদ, জনি। একপর্যায়ে আফসার মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন আফসার কে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহত আফসার এর স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে পুরো এলাকা, নিহত আফসারের তিন ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।