বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেড গ্রুপের কর্ণধার জিল্লুর হোসাইনের বাংলাদেশ আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নগদিপুর ছয়হাড়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও সৈয়দ মনোহর আলী আটগ্রাম কলেজ পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, স্বাস্থ্য ও সামাজিক সদস্য পরিচর্যা কমিটির পল ব্রিস্টো এমপি, কমনওয়েলথ এন্টারপ্রাইজের সিইও এবং বিনিয়োগ কাউন্সিল সামান্তা কোহেন, টম হান্ট এমপি যুক্তরাজ্য প্রবাসী ও সমাজ সেবক লুতফুর রহমান প্রমূখ।
এসময় শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।