মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সাংবাদিক সংগঠন ‘মৈত্রী মিডিয়া সেন্টার’ এর উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী দুই শতাধিক লোকেদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের নতুন শহর এলাকায় সংগঠনের কার্যালয় এ কম্বল বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব ও সন্ধানী ড্রাগ হাউজের প্রোপ্রাইটর মোঃ সাকিব হাসান এর সার্বিক সহযগিতায় এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।