আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মানের ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার মোল্লার হাট ইউনিয়নের পশ্চিম কামদেব পুর এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
এসময় নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সেন্টু , প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হানিফ হাওলাদার সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন
উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নলছিটিতে প্রাথমিক পর্যায়ে ১২ জন মুক্তিযোদ্ধাদের এ আবাসন দেওয়া হয়েছে ।