এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে তিন’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ(এফএনবি)।
মঙ্গলবার (১৮/জানুয়ারি) দুপুরে জেলা শহরের নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
ব্যুরো বাংলাদেশের যোনাল ম্যানেজার আওলাদ হোসেন এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার।
এ সময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার সেলিম হোসেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনা খাতুন, ইউএসএস’র প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন ও নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবির উপস্থিত ছিলেন।
এসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম বলেন, এফএনবি শীতার্ত মানুষের কথা চিন্তা করে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ গ্রহণ করে।