শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ জানুয়ারি) বেলা ১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান এবং তদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রিহাদ মাহমুদ বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। একইসাথে অতিদ্রুত শাবিপ্রবি রক্তাক্ত কারী এই স্বৈরাচার ভিসির পদত্যাগের দাবি জানাচ্ছি।
আরেক শিক্ষার্থী শিক্ষার্থী আলআমিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে আসি পড়ালেখার মাধ্যমে জ্ঞান চর্চার জন্য, আন্দোলন করার জন্য না। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে বারবার আমাদের অধিকারের জন্য আন্দোলনে নামতে হয়।তাই আজ আমাদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে এই নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সমাপনী বক্তব্যে শিক্ষার্থী রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, বিশ্ববিদ্যালয়ের লোভনীয় পদ হলো ভিসি, প্রভোস্ট পদ। এই পদের জন্য শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার দ্রুত বিচার দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে স্বৈরাচার ভিসির পদত্যাগ দাবি জানাচ্ছি৷