এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর এরই মধ্যে ১৪ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী মাসেই ৩৭ পূর্ণ করবেন তিনি। তবে আরও বহু দিন খেলা চালিয়ে যেতে চান এই ফটবল তারকা। নির্দিষ্ট করে বললে ৪২ বছর বয়স পর্যন্ত ক্যারিয়ার টানতে চান সর্বকালের সেরাদের একজন।
ইএসপিএন ব্রাজিলের কাছে সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। দুই দশক পেশাদার ফুটবলে কাটিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে দীর্ঘস্থায়িত্ব শীর্ষস্থানের ফুটবলে ভালো করা চালিয়ে যাওয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমার ক্ষেত্রে, সেটা দেখাতে পেরে আমি খুবই খুশি।’
নিজের ক্যারিয়ার নিয়ে রোনালদো বলেন, ‘আমি জানি, আমার শরীর ভালোমতোই এটা সামাল দেবে কারণ, আমি শরীরকে শ্রদ্ধা করি এবং শরীর কী বলছে, সেটার গুরুত্ব দেই। জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকা জরুরি, সেটি ভালো হোক বা খারাপ। যখন আপনি মাটিতে পড়ে যাবেন, তখন আবার উঠে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। আমি খুশি, আমি এখানে থাকতে চাই এবং দেখতে চাই কী হয়। আমি দেখতে চাই, আমি ৪০, ৪১ বা ৪২ বছরেও খেলতে পারি কি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন দিনের লক্ষ্য হলো মুহূর্তটা উপভোগ করা।’